fbpx
সংবাদ শিরোনাম

কবি মাহবুব মজুমদারের লেখা কবিতা “মায়ের আঁচল”

                                           
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

মায়ের আঁচল

মাহবুব

যেখানেতে পাতা আছে

   মায়ের আঁচল খানি,

      সেখানেতে ছুঁয়ে আছে

         আমার সুখ, জানি।

 

দুঃখ, কষ্ট সকলই যা

   হৃদয়েতে পুষি,

      বেলা শেষে সবই যেন

         আঁচলেতে মুছি ।

মায়ের মুখের হাসিটুকু

   স্বপ্ন দিয়ে আঁকা ,

      সেই হাসিতে ছিল কত

         আদর খানি মাখা ।

টুকটুকে ঠোঁট দু’টো যে

   পানের রসে লাল,

      মুখভর্তি পানে মা’র

         টোপা টোপা গাল।

কতই স্নেহ, সোহাগ আদর

   মমতা ভরা দিনগুলি,

      কখনো কি আর আসবে ফিরে

         কোন মায়াতে ভুলি ।

বরই গাছের নীচে মা

   শুয়ে আছে ঐ,

      যন্ত্রণার কথাগুলো

         কার কাছে যে কই ।

আজ যে আর আঁচলখানি

   নেই সেখানে রাখা,

      শুয়ে আছে চুপটি করে

         মা যেখানে একা ।

কোথায় রাখি কষ্ট মোর

   মুছি চোখের জল,

      কোথায় গেলে পাব বল

         মায়ের স্নেহের আঁচল ।।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন