fbpx

আইসিটি প্রতিমন্ত্রী’র উপহার; নাটোরে চালু হলো করোনা নমুনা সংগ্রহ বুথ

                                           
মামুন অর রশিদ বিজন
প্রকাশ : শনিবার, ৫ জুন, ২০২১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উদ্যোগে কোভিড-১৯ স্যামপল কালেকশন (নমুনা সংগ্রহ) বুথ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ জুন) বেলা ১১ টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুুবুর রহমান উপস্থিত ছিলেন।

দেশে করোনার প্রভাব বিস্তার করায় রুগীদের নমুনা পরিক্ষার ভোগান্তি কমাতে নতুন করে নাটোরে নমুনা সংগ্রহ বুধ উপহার দিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর আগে সদর হাসপাতাল চত্বরে একটি বুথ স্থাপন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহাবুবুর রহমান জানান, এই বুথ স্থাপনের কারনে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষ খুব সহজে এবং দ্রুততম সময়ে নমুনা প্রদান করতে পারবেন।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আর্থিক সহায়তায় এই বুথ নির্মান করা হয়েছে। জেলা পুলিশ শুধুমাত্র এই বুথ স্থাপন কার্যক্রমে সহযোগিতা করেছে।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন