পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বগুড়ার সোনাতলার জাগরনী সামাজিক সংগঠন আলোর প্রদীপ চত্বরে পঞ্চাশ জন দরিদ্র শিক্ষার্থীকে পোশাক বিতরণ করা হয়। সাথে শুভেচ্ছা হিসেবে ছিলো ফুল ও রঙ্গিন বেলুন। শিক্ষার্থীদের জন্য আরো ছিলো মিস্টি, সিঙ্গারা, বিস্কুট ও চকলেট।
আলোর প্রদীপের আয়োজনে ফাল্গুন উৎসবে এসে সোনাতলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম সারোয়ার হোহেন বলেন, ‘য়ালোর প্রদীপের আয়োজনগুলো সবসময় ব্যতিক্রমধর্মী হয়ে থাকে। তারা দুঃস্থ শিক্ষার্থীদের নিয়ে কাজ করে থাকেন। আজ তাদের ব্যতিক্রমধর্মী এ ভালোবাসা দিবস উদযাপনে উপস্থিত হতে পেরে ভালো লাগলো। আশাকরি আলোর প্রদীপ সামাজিক সংগঠন এ ধরনের কাজগুলোর মাধ্যমেই এগিয়ে যাবে’।
ফাল্গুন উৎসবে আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী রাশেদুজ্জামান রন, লেখক আশরাফুল ইসলাম, আলোর প্রদীপ সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুল, সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন হাসিব, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সামিউল ইসলাম, দপ্তর সম্পাদক কাজী হাফিজ আল আনাম পাভেল, মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া ইয়াসমিন স্বর্ণা, সাবেক উপ চেয়ারম্যান মোঃ বাবলা হোসেন, কার্যকরী সদস্য মোস্তফা কামাল, তথ্য ও প্রকাশনা উপ কমিটির সভাপতি সাজেদুর আবেদীন শান্তসহ প্রমূখ।
এসময় দুঃস্থ শিক্ষার্থীরা নতুন পোশাক পেয়ে আবেগ আপ্লুত হয়। উল্লেখ্য আলোর প্রদীপ সংগঠন দীর্ঘ ১৩ বছর যাবত দরিদ্র শিক্ষার্থীকে সহায়তা কার্যক্রম পরিচালনার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে চলেছে। সেই সাথে আর্তমানবতার সেবায় তাদের অবদান সর্ব মহলে প্রশংসনীয়।