চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
২৫ মার্চ গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি হত্যা যন্ত্রণার দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালাে রাত্রিতে পাক-হানাদার বাহিনী “অপারেশন সার্চ লাইট’- এর নামে নিরন্ত্র বাঙালির উপর নির্বিচারে চালায় বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। বাঙালি জাতির জীবনে নেমে আসে বিভীষিকাময়
ভয়াল কালরাত্রি। ২৫ মার্চের এ রাতে পাক হানাদার বাহিনীর ট্যাংক ও সাঁজোয়া বহর হিংশ্র শ্বাপদের মতাে ছুটে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন ও ইপিআর ব্যারাকের দিকে। ২৫ মার্চ পাক হানাদার বাহিনী স্বাধীনতাকামী বাঙালির উপর হিংশ্র দানবের মতাে ঝাঁপিয়ে পড়লে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘােষণা করেন। জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ২৫ মার্চ কালাে রাতে শুরু হওয়া পাকিস্তানী হানাদার বাহিনীর গণহত্যা চলতে থাকে মুক্তিযুদ্ধের পুরাে সময় ধরে। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা-বােনের সন্ত্রমহানির বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
২৫মার্চ গণহত্যা দিবসে বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এর কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি বিকাল ৫.৩০ মিনিটঃ ২৫ মার্চ কালাে রাতকে গণহত্যা দিবস ঘােষণা ও গণহতযার অপরাধ স্বীকার করে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য করার দাবিতে মানববন্ধন। স্থান ও বঙ্গবন্ধু চত্বর। মােমবাতি প্রজ্বলন কর্মসূচি। সন্ধ্যা ৭.০০ মিনিট॥ গণহত্যা দিবস স্মরণে মােমবাতি প্রজুলন কর্মসূচি স্থান ও বঙ্গবন্ধু চত্বর। বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এর সকল নেতাকর্মীকে উক্ত কর্মসূচিতে যথাযথ স্বাস্থ্য
সুরক্ষা বিধি মেনে যথা সময়ে উপস্থিত ছিলো