বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ছোট্ট স্বপ্নের উদ্যোগে ১০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১০মে) রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়ন এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।এই ঈদ সামগ্রী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের মাঝে প্রদান করা হয়।
ঈদসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রভাষক ও ছোট্ট স্বপ্নের মডারেটর নুজহাত তাসনীম,বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোহাম্মদ কাসেদুল্লাহ্,
ছোট্ট স্বপ্নের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল হাসান, সাধারণ সম্পাদক মেহেদী
হাসান সহ এ্যালামনাই এসোসিয়েশনের সদস্যগণ এবং ছোট্ট স্বপ্নের সদস্যবৃন্দ।
উল্লেখ্য যে,’ছোট্ট স্বপ্ন’ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন যা মূলত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে থাকে। এছাড়াও রক্তদান, বন্যার্তদের ত্রাণ,ঈদ সামগ্রীসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকে সংগঠনটি।