স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের তারুণ্যনির্ভর সংগঠন ‘হোপ ফাউন্ডেশন’ এর নতুন কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটির ক্যাবিনেট প্যানেল এবং এক্সিকিউটিভ বোর্ড মেম্বারদের অভিষেক অনুষ্ঠান আজ (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
অভিষেক অনুষ্ঠানে সঞ্চালনা করেন হোপ ফাউন্ডেশনের পরিচালিত হোপ স্কুলের প্রধান পুষ্পিতা চৌধুরী এবং সভাপতিত্ব করেন হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমরান সাঈদ রবিন।
এসময় শপথ বাক্য পাঠ করে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট আশিক আমান ইতাজ, জিএস রাদিয়া আজিজ, এইচ.আর করবী চৌধুরী, পি.আর তাসনিম ইসলাম, এসোসিয়েট পি.আর নিজাম উদ্দিন, প্রজেক্ট অফিসার শান্তনু বড়ুয়া, অর্থ সম্পাদক স্বরূপ দাশ।আরো ছিলেন নবনির্বাচিত এক্সিকিউটিভ বোর্ড মেম্বার নাজমুল ইসলাম অনিক, আসিফ রহমান, এমরান এমি।এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সদস্য মেহনাজ, রুবাইয়াত, আসপিয়া, তানিশা, সৌরভ, রুবেল সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে অতিথি ছিলেন হোপ ফাউন্ডেশনের এডভাইজার ড. ডেব ডোওল্যান্ড ( রেজিস্ট্রার, ব্র্যাক ইউনিভার্সিটি), প্রফেসর ইফতেখার উদ্দিন(চেয়ারম্যান, ম্যাথ ডিপার্টমেন্ট), আরিফ মাইন উদ্দিন(এসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার, ইয়ং ওয়ান লিমিটেড), শম্পা চৌধুরী(নির্বাহী পরিচালক, পিসিডিএস), ইলিয়াস মোহাম্মদ(ফাউন্ডার, ডায়মন্ড টিম), মো. জসিম উদ্দিন চৌধুরী( টেক্সেশান অফিসার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন), ওবায়দুল রহমান।