আমি প্রিয়জনকে জয়ী করতে গিয়ে –
বারংবার হেরে যাই,
ইচ্ছে করেই হেরে যাই,
সঠিক আমিটাকেও ভুল বলে মেনে নেই।
কি পেলাম না ভেবে –
শুধুই দিয়ে যাই,
আমার ত্যাগেও তোমার সন্তুষ্টি নেই,
আর এভাবেই –
সঠিক আমিটাকেও ভুল বলে মেনে নেই।
আমিও যে একটা মানুষ –
চাওয়া পাওয়ার একটা জগৎ আমারও আছে,
আমার আবেগ-প্রত্যাশায়ও অভিযোগের শেষ নেই,
দিনশেষে –
সঠিক আমিটাকেও ভুল বলে মেনে নেই।
বাবার পরে ২য় কোনো দায়িত্বশীল পুরুষ –
আমার মাথার উপর ছায়া হবে,
যেখানে আমার অগোছালো আবদার গুলো জায়গা পাবে,
এমন ইচ্ছেগুলোও ভুল তোমার কাছে,
তবুও আমি মেনে নেই।
অনিচ্ছাসত্ত্বেও দূরত্ব বাড়িয়ে –
সঠিক আমিটাকেও ভুল বলে মেনে নেই।
যেদিন তুমি নিজের সঠিক প্রতিবিম্ব দেখবে-
অনেকটা দেরি হয়ে যাবে,
লজ্জিত হবে;
আর আমি?
হেরে গিয়েও জিতে যাবো।