বিশেষ প্রতিনিধিঃ- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকালে দেশব্যাপী স্বাধীনতাবিরোধী অপশক্তির ধ্বংসাত্মক তাণ্ডবসহ হেফাজত ইসলামের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি) শাখা ছাত্রলীগ।
রবিবার (২৮ মার্চ) বশেমুরবিপ্রবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল করে তারা।
এসময় বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, “শিবির ও হেফাজত কর্মীরা ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙেছে এবং আরো কিছু কিছু জায়গায় হামলা করেছে।
আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা হামলায় অংশ নিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।”
তারা আরও জানায়, “হেফাজত ইসলামের অবৈধ হরতালকে প্রতিহত করতে আমরা সবসময় রাজপথে রয়েছি ৷”