fbpx
সংবাদ শিরোনাম
মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী যারা রাজাকারের পক্ষে শ্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

হৃদয়ের চেয়ে বড় কবি স্তম্ভিকা রক্সি

                                           
শাবলু শাহাবউদ্দিন
প্রকাশ : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২

হৃদয়ের চেয়ে বড় কোনো আকাশ নেই
স্তম্ভিকা রক্সি

ভালোবাসায় পরিপূর্ণ একটি আকাশ–
তোমার হাতে তুলে দিয়ে বলেছিলাম,
“নাও, এই সুখকর নীলাভ আকাশ তোমার।
ভালোবাসার ডানায় ভর করে যেমন পারো উড়ো…।”

কিছুদিন যেমন খুশি তেমন উড়োউড়ির পর বললে,
“এই আকাশ আমার হবে না,
এমন আকাশ আমি চাইনি।
আরো বিশাল চাই, আরো বিশাল, আরো নীলাভ ও সুখকর আকাশ চাই।”

মৃদু হেসে সরল ভঙ্গিতে বললাম,
তবে, কোন আকাশ চাও তুমি?
ওই ভালোবাসাহীন শূন্য আকাশ চাও বুঝি?
যেখানে পাখিরাও এখন আকাশ ভালোবেসে–
মুক্ত ডানায় ভর করে উড়তে পারে না।
যেখানে বাতাসের সাথে নীলাভ আকাশ হতে–
কোনো সুখকর বার্তা বয়ে আসে না।
যে আকাশ এখন দগ্ধ প্রায়, পুড়ে যাওয়া ক্ষত নিয়ে বয়ে বেড়ায়;
পুড়া পুড়া গন্ধ বের হয় পাখি এবং পাখিদের ডানা হতে।
তুমি ওই আকাশ চাও?

নীল আকাশের ঝরো ঝরো বৃষ্টি ভালোবেসে জোড়া শালিকও–
এখন আর ঠোঁট ভিজায় না ভয়ে-আতঙ্কে; বিষাক্ত বৃষ্টি।
রুক্ষ তাদের ঠোঁট ভালোবাসাহীনতায়,
নেই কোনো শুদ্ধতম চুম্বনের উষ্ণতা।
পাশাপাশি অথচ মুখ ফিরিয়ে শূন্য দিগন্ত দেখে জোড়াশালিক,
তারা প্রেম ও সুখকর সঙ্গমে এখন আর তেমন মাতে না।
শূন্য, খাঁ খাঁ করা আকাশের নিচে এক ফোঁটা শুদ্ধ ভালোবাসা পাওয়ার জন্য
তারা এখন চাতক-চাতকী;
ঊর্ধ্বমুখি বছরের পর বছর ধরে– কোথাও ভালোবাসা নেই।
তুমি এই আকাশ চাও?

আকাশ ভালোবেসে যারা বৃষ্টি ছুঁতে চায়
কিংবা বৃষ্টি ভালোবেসে যারা আকাশও ছুঁয়ে দিতে চায়;
এই আকাল দিনে পুড়ে যাচ্ছে তাদের সরল ভালোবাসার ঘর
পুড়ে যাচ্ছে হলুদ আভার ত্বক, শরীর
পুড়ে যাছে শুদ্ধতম প্রেম
পুড়ে যাচ্ছে সুন্দর ও সুন্দরতম রমণী
পুড়ে যাচ্ছে চোখ
পুড়ে যাচ্ছে হৃদয়।

আমি তোমাকে শূন্য আকাশ নয়,
বরং দিয়েছিলাম ভালোবাসায় পরিপূর্ণ একটি হৃদয়;
হৃদয়ের চেয়ে বড় কোনো আকাশ নেই।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন