জাককানইবি প্রতিনিধিঃ টানা চতুর্থ বারের মতো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আন্তর্জাতিক ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা হাল্ট প্রাইজ এর অনলাইন ক্যাম্পেইন শুরু হয়।
২০২১-২২ সালের অন ক্যাম্পাস ইভেন্টের দায়িত্বে থাকবেন চারজন সদস্যের একটি দল। দলের সদস্যের মধ্যে -এম এম আবু হাইসাম হিমেল, ক্যাম্পাস ডিরেক্টর এন্ড চিফ অরগানাইজার দ্বায়িত্ব পালন করবেন।
এছাড়াও সোহেল সাদমান ইসলাম, ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর এন্ড হেড অফ অপারেশনস, মনিরুল ইসলাম, ডেপুটি অরগানাইজার ও উৎস দাস চিফ অফ স্টাফ হিসেবে রয়েছেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর এন্ড চিফ অরগানাইজার – এম এম আবু হাইসাম জানান, “খুব শীঘ্রই সম্পূর্ণ অরগানাইজিং টিম পাবলিশ করা হবে এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারও এর সফল আয়োজন সম্পন্ন হবে।”