fbpx
সংবাদ শিরোনাম
ওয়াইজেএফবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্লাবন ও সম্পাদক জুঁই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া মুক্ত, ১২ জনের বিচার প্রক্রিয়া শুরু বাসযোগ্য শহর গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান পরিবেশ উপদেষ্টার বাংলাদেশ থেকে আরো রোহিঙ্গা নেবে অস্ট্রেলিয়া- স্বরাষ্ট্র উপদেষ্টা  নজরুল বিশ্ববিদ্যালয়ে উইমেন পিস ক্যাফের নতুন কার্যনির্বাহী কমিটি মৌমি! মানুষকে হাসিয়ে রাখা যার কাজ সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে : প্রধান উপদেষ্টার প্রেস উইং
নোটিশ :

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক দেশান্তর’ এ সারাদেশে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। এজন্য দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি হিসেবে কাজ করতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহবান করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহীদের ই-মেইলে সিভি পাঠানোর জন্য বলা হয়েছে। সিভি পাঠানোর ই-মেইল: dainikdeshantar@gmail.com  অথবা ০১৭৮৮-৪০৫০৯১ এ যোগাযোগ করুন।

‘হার না মানা ১০০ তরুণের গল্প’ প্রকাশিত

                                           
এস আহমেদ ফাহিম
প্রকাশের সময় রবিবার, ৪ এপ্রিল, ২০২১

নোবিপ্রবি প্রতিনিধিঃ

“অমর একুশে বইমেলা ২০২১”এ প্রকাশিত হয়েছে মাহবুব নাহিদের সম্পাদিত বই “হার না মানা ১০০ তরুণের গল্প”।

বইটির মোড়কের উন্মোচন ২ এপ্রিল একুশে বইমেলা ২০২১ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী। বইটিতে সমাজকর্মী, লেখক, ডাক্তার, পুষ্টিবিদ, উদ্যোক্তা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের উদ্যমী তরুণের গল্প রয়েছে।

বইটি তৈরি করার জন্য বইয়ে স্থান পাওয়া তরুণরাসহ অক্লান্ত পরিশ্রম করেছেন সম্পাদক মাহবুব নাহিদ, সহযোগী সম্পাদক রেজাউল ইসলাম রেজা, প্রকাশক আব্দুল হাকিম নাহিদ।

বইয়ে যাদের লেখা স্থান পেয়েছে তারা হলেন সত্যজিৎ চক্রবর্তী,কাজী আসমা আজমেরী, ইসরাত করিম ইভ, ফাউন্ডার, মোঃ ছাবির হোসাইন, তাজবীর সজীব,তৃষিয়া নাশতারান, খালিদ ফেরদৌস, শেখ মোহাম্মাদ ইউসুফ হোসাইন, মোহাম্মদ মহাসিন, শাহ রাফায়াত চৌধুরী, এস এম আহবাবুর রহমান (মুন্না), জাহিদ সৈকত,মোঃ রুবেল মিয়া নাহিদ,সাজিদ-বিন-জাহিদ (মিকি), মোঃ পলাশ মাহমুদ, ইয়াং লিডার, ডাঃ আশিষ কুমার মোদক, খায়রুল আলম, আজওয়া নাঈম, আতিফ আসাদ, প্রতিষ্ঠাতা,যাকি এস বারী, রেহনুমা করিম, সাজিয়া সুলতানা মিম, আফরোজা নাজনীন, নিবরাছুল আলম পিএস, তাহিয়া ইসলাম, সানজিদুল আলম সিবান শান, ইসরাত খান মজলিশ,মোঃ এহসানুল মাহবুব লাব্বী, কানিজ ফাতিমা,বৃতি সাবরিন খান, দেবোজিৎ সাহা,দিল আফরোজ সাইদা, ইশরাত ইরিনা, জান্নাতুল মাওয়া, খাদিজা আহসান, শ্যামী ওয়াদুদ, সগীর হোসাইন খান, সৈয়দা সামারা মোরতাদা, শমী হাসান চৌধুরী, রেবেকা সুলতানা, মাহফুজা আফরোজ সাথী, স্বর্ণ ময়ী সরকার, মাসুমা মরিয়ম, লায়লা আহম্মেদ, সাকিয়া হক, মেজর জহিরুল, তাহিয়াতুল জান্নাত রেমি, মোঃ হেদায়েতুল আজিজ মুন্না, শারমিন কবীর, মোঃ রুবেল রানা।

আরো রয়েছেন -আরিফা জাহান বিথী, প্রতিষ্ঠাতা, সোহানুর রহমান সোহান,রাণী চৌধুরী, আল আমিন, সোয়েবুল হাসান অভিক,জান্নাতুল ইলমী সূচনা, ইসরাত জাহান সালমা, যুবকর্মী, তরুণ উদ্যোক্তা, ইমিতা খানম ঐশী, শাহ পরান, সাবিনা ইয়াসমিন মাধবী,তানজিম রাব্বি, সাঈদ মাহাদী সেকেন্দার, রুবাইয়া পারভীন রীতি,জাবেদ নূর শান্ত, আরাফাতুল ইসলাম আকিব, উম্মে শায়লা রুমকী, মাহফুজ ফারুক, শামীম আহমেদ মৃধা, ফাহাদ বিন বেলায়েত, রাওমান স্মিতা, মোহাম্মাদ লুৎফুল হাছান,মুরাদ আনসারী,নুসরাত জাহান তৃষা,কবি শাহীন রেজা রাসেল,সাবিরা মেহেরিন, আনিকা সুবাহ আহমেদ উপমা, মায়মুনাহ ফারিয়া জাহান সুমাইয়া,মোঃ সাঈদ, তাসমিনা বেগম, কামরুজ্জামান রুবেল,সুমন চন্দ্র মিস্ত্রি সজিব,পাভেল সারওয়ার, সুমাইয়া জাফরিন চৌধুরী, লায়ন মোঃ আশরাফ আলী,মোঃ রিজুয়ান,জনি হোসেন কাব্য, সোয়েব সাদিক সজীব, পুষ্টিবিদ আয়েশা সিদ্দীকা,মামুন বিশ্বাস,ফাহিম খান,জনাব ভাস্কর ভট্টাচার্য, মোহাম্মদ জহিরুল ইসলাম,জান্নাতুল ফেরদৌস মুক্তা , আছিয়া খালেদা নীলা, আরিফুল ইসলাম শাহাব, মোঃ আদনান হোসেন, শাকিলা ইসলাম, নাহিদা আক্তার, সেন্ড্রা রুমি মধু এবং আবদুল হাকিম নাহিদ।

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞাপন

Raw Food BD Mustard Oil

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে পড়ুন
Raw Food BD Mustard Oil