স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম বালিকা ম্যাধমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও গোয়ালগ্রাম বাসিন্দা আব্দুর রশিদ মাস্টারের একমাত্র ছেলে আব্দুল্লাহ আল নোমান (সাচ্চু) গত ৩ অক্টোবর রবিবার মোটরসাইকেল এক্সিডেন্ট করে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর আনুমানিক রাত ২টায় ইন্তেকাল করিয়াছেন।স্থানীয়রা জানান গত রবিবার সন্ধ্যায় গাংনী উপজেলার ভবানীপুর গ্রামে একটা ভ্যানগাড়ী (পাখিভ্যান) এর সাথে সরাসরি ধাক্কাখায় একটা মোটরসাইকেল।মোটরগাড়ীতে থাকা তিন আরোহী মারাত্মক ভাবে আহত হয় স্থানীয়রা তাদের উদ্ধার করে বামুন্দীর একটা প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায় তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার পরমর্শ দেন।
তিন জনকে কুষ্টিয়া মেডিকেলে নিয়ে গেলে আব্দুল্লাহ আল নোমানের (সাচ্ছু) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেলের চিকিৎসক রাজশাহী মেডিকেলে প্রেরণ করেন।সাচ্ছুকে রাজশাহী মেডিকেলে ভর্তি করার কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন,এ ঘটনায় আরো দুজন আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।নিহত সাচ্চুর এক বন্ধু বলেন মোটরসাইকেল যোগে পাশের গ্রাম রামনগের দিকে যাচ্ছিলেন সাচ্চু পথের মধ্যে দুর্ঘটনায় কবলে পড়েন।
নিহত সাচ্ছুকে তার নিজ গ্রাম গোয়ালগ্রামে চিরতরে সহিত করা হয়।এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।