সড়ক চাই নিরাপদ
হালিমা বিবি
মাগো আজ কি তুমি ভুলে গেছো, মোদের অবদান?
আমরা তোমার ভবিষ্যতের সোনালী কর্ণধার ।
মোরা একাত্তরেও দিয়েছিলাম, হাজার হাজার প্রান,
তাইতো আজ স্বাধীনতা পেয়ে বাংলাদেশ তোমার নাম।
এ দেশেরি ছাত্র তারা রফিক শফিক, বরকত সালাম,
তারাইতো প্রথম রক্ত দিয়ে দিয়েছিলো তোমার দাম।
নাইবা,যদি ভুলে থাকো মোদের অবদান,
রাজপথে কেনো আবার মোরা একি প্রতিদান?
মোরা রাজপথেতে, দাবি মোদের সড়ক চাই নিরাপদ!
তোমার সড়ক রাক্ষসী রুপে নিচ্ছে যে,মোদের প্রান।
বাধ্য হয়েই করছি মোরা শান্তিপূর্ণ আন্দোলন,
মোদের দাবি পূরণ করে, বাচাও আলোর জীবন।
বিশৃঙ্খলা, হানাহানি,বা রাহাজানীর কোনো ফেলি নাইতো জাল!
ছাত্র ছাত্রী মানেই তো শৃঙ্খলা,সত্যতা, ও মানবতার দ্বার।
তোমার শিক্ষা করিনি তুচ্ছ, শুধু চেয়েছি অধিকার!
তবুও কেনো তোমার সৈনিক করবে মোদের আঘাত?
বার বার মোরা প্রমান দিয়েছি,বিদ্রোহী মোদের প্রান,
অত্যাচারের শিকল ভেঙে করে দিবো চুরমার।
শিকড়েও তোমার অনেক আগাছা,যাদের কাছে চাবির বোঝা!
তারাই তোমার মানছে না আইন,রাখছে না মান!
দুই নয়নের আলো হয়ে দেখালাম মোরা সত্যের দ্বার।
আর দেখতে চাই না মোরা সড়কের বুকে লাশ!
সড়ক চাই নিরাপদ!সড়ক চাই নিরাপদ!
নিশ্চিত করো তা,এইতো মোদের অভিলাষ।