আমি স্রষ্টার সব সৃষ্টির দোহাই দিয়ে বলছি
আমায় মেরো না,
আমায় বাঁচতে দাও।
পুঁজিবাদীর মরণ খেলায় আজ কেও কারো নয়।
যুদ্ধের মাঠে পড়ে থাকা মৃত লাশের মত বেওয়ারিশ।
স্বপ্ন আমার
সে-তো, কলির ভুলে জন্ম নেওয়া ক্ষুদ্র রণতীর।
আমার সেই স্বপ্নের দোহাই দিয়ে বলছি।
আমার স্বপ্ন ভেঙ্গো না
তালা ঘাতে বদ্ধ আর করো না।
অন্ধকারের মরণ খেলায়
আমার স্বপ্ন ভঙ্গের দায় আর নিও না।
আমি আমার দোহাই দিয়ে বলছি।
মুখ ফিরিয়ে আর নিও না
নতুবা,স্বপ্ন হয়ে উঠবে তান্ডব
ফিরে যাবে মিছে সব আয়োজক।
আমি পৃথিবীর দোহাই দিয়ে বলছি।
আমার স্বপ্ন আর ভেঙ্গো না,
তাকে বাঁচতে দাও।
সমাজের শান্তিকুলে
নতুবা তোমাদের প্রাণীসত্তার পাপের অনলে।
আমি স্রষ্টার দোহাই দিয়ে বলছি।
কবরে স্বপ্ন আর বুনো না
শ্মশানের কারখানা আর খুলো না।
যে পারুক ছুয়ে নিক
তাকে কফিন বন্ধ আর করো না।