আজ সুনয়না বৃষ্টি বরণে মেতেছে,
হাতে লাল চুড়ি নখে মেহেদির রঙ
আমি দুর থেকে অনুভব করেছি শুধু অনুভব
আমার যে শক্তি নেই ছুয়ে দেখবার
আজ সুনয়না বৃষ্টি বরণে মেতেছে
রাতের বৃষ্টি না-কি বেশী সুন্দর হয়
আজ রাতের বৃষ্টি তাই প্রমান করতে চলেছে
সুনয়না বড্ড মনে পড়ছে তোমায়
জানি দুর থেকে বসে সব দেখছো
বৃষ্টি বিলাস তোমার স্বপ্ন ছিল কিন্তু সে স্বপ্ন মিথ্যা, স্বপ্নে কখনো মূল্যে হিসাব করেছো? জীবনের মূল্য!
জানতাম তোমার বিচক্ষণতার দ্বিপ্ত বুদ্ধি ছিলো
কিন্তু কখন কখন জেনো তা বিলীন হয়ে গেছে
স্বপ্নের সর্গে বিলাসবহুল এক জীবনের সূচনা করেছো সত্যি কি খুব সুখে আছো
যদিও স্বার্থে দুনিয়ায় সুখের নেশায় সবাই
সুখ খোঁজে ফেরে।