নিজস্ব প্রতিবেদকঃ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ছোট্ট স্বপ্নের উদ্যোগে সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক শিশুর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১মে) রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার অন্তর্গত কৃষ্ণপুর গ্রামের সুবিধা বঞ্চিত অর্ধশতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছোট্ট স্বপ্নের সাধারণ সম্পাদক এস এম মেহেদী হাসান, কার্যকরী সদস্য সাদিয়া জান্নাত মিম, সানজিদা সরকার। এছাড়াও স্থানীয় অনেকেই এতে উপস্থিত ছিলেন।
ছোট্ট স্বপ্নের সাধারণ সম্পাদক এস এম মেহেদী হাসান বলেন,”বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ছোট্ট স্বপ্ন এবছর ঈদ-উল-ফিতরকে উপলক্ষ করে তৃণমূল ও প্রান্তিক মানুষের মাঝে প্রত্যন্ত গ্রামে বিভিন্ন ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে।এই কর্মসূচির অংশ হিসেবে আজ( ১১মে) পুঠিয়া উপজেলার অন্তর্গত কৃষ্ণপুর গ্রামের সুবিধা বঞ্চিত অর্ধশতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।এর মধ্য দিয়ে ছোট্ট স্বপ্নের এবারের মত ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের সমাপ্তি হয়েছে।”