নিজস্ব প্রতিবেদকঃ এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে বীর মুক্তিযোদ্ধার নাতিরা বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে ছিন্নমূল, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের খাবার বিতরণ করা হয়।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় মোহাম্মদপুরে প্রায় ৩০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে খাবার তুলে দেয়া হয়। ভিন্নরকম এই আনন্দ-উৎসবকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন পেশার মানুষজন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ খালেদুজ্জামান (ফারছিম) ও বীর মুক্তিযোদ্ধার নাতি ডাক্তার হাসনাত আনোয়ার মুন।
বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনীদের স্বতন্ত্র সংগঠন বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ, কেন্দ্রীয় এর পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে।
ব্যতিক্রমী এই আয়োজনে মুগ্ধ সুবিধাবঞ্চিত শিশুরা। এতিমখানার শিশু তারেক ও মাসুম বিল্লাহ জানায়, খুব ভালো লাগছে। ভাইয়েরা আমাদের অনেক আনন্দ দিয়েছেন, আমাদের খাবার দিয়েছেন।
এসময় কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ খালেদুজ্জামান (ফারছিম) জানান, বিশ্ব ভালোবাসা দিবসের আনন্দ সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ুক এই আমাদের প্রত্যাশা। সুবিধাবঞ্চিত-এতিম শিশুরাও আমাদের সমাজের বড় একটা অংশ। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলস্রোতের ধারায় এগিয়ে নেয়ার জন্য অনেক কাজ করে যাবো। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বীর মুক্তিযোদ্ধার নাতি ডাক্তার হাসনাত আনোয়ার মুন বলেন, একটি সুশিক্ষিত, সুসভ্য এবং উন্নত সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ভালোবাসা দিবস উদযাপন সত্যিই আনন্দদায়ক। বিশ্ব ভালোবাসা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এ ধরণের ব্যতিক্রমী আয়োজন করেছি। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখতে চাই। ভালোবাসা দিবসে আনন্দ অনুষ্ঠান ভাগাভাগি করার মধ্য দিয়ে আমরা আমাদের সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যেতে বীর মুক্তিযোদ্ধার নাতিরা কাজ করে যাবে।