fbpx

সিপিবিএসের উদ্যোগে রাস্তা মেরামত

                                           
এস আহমেদ ফাহিম
প্রকাশ : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর সরাবাদ ঘুধা রাঘাটের দীর্ঘপথ কাদামাটি ও পানি থাকায় চলাচলে ভোগান্তিতে পড়তে হয়। সেই দূর্ভোগ লাগবের লক্ষে ৫০০ টি বালি ভর্তি বস্তা দিয়ে রাস্তা মেরামত করেছে সামাজিক সংগঠন “চলো পাল্টাই বন্ধু সংগঠন

(সিপিবিএস) এর তরুণরা।

দুইদিন ব্যাপী এই মেরামত কার্যক্রম শুরু হয় শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ও শনিবার (২০ ফেব্রুয়ারি) সমাপ্ত হবে বলে জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।এই মেরামত কার্যক্রমে যুক্ত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: সুমন সরকার,অর্থ সম্পাদক মো হিরন মিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন,চলো পাল্টাই বন্ধু সংগঠন (সিপিবিএস) চার বছরের বেশি সময় ধরে নরসিংদী জেলার বেলাব উপজেলাস্থ সল্লাবাদ ইউনিয়নের মানুষের সুবিধা-অসুবিধা ও সামাজিক সংকট মোকাবেলায় কাজ করছে।এরই ধারাবাহিতায় রাস্তা মেরামত করেছে সংগঠনটি।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: জামান মিয়া বলেন,”আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অস্থায়ী একটা সমাধান করে দিয়েছি।আমরা আশাবাদী এলাকার মানুষ এবং স্থানীয় প্রতিনিধিরা এগিয়ে আসলে একটা স্থায়ী বা দীর্ঘ মেয়াদী সমাধান হবে। এই কর্মসূচী সফলভাবে সম্পন্ন করায় সিপিবিএস এর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞ।”

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন