নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশেরর একজন মানুষ ও গৃহহীন থাকবে না, এই স্লোগান কে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সকল গৃহহীন ও ভূমিহীনদের মাঝে পুনর্বাসন কার্মসূচীর আওতায় ঘর হস্তান্তর কর্মসূচী উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণপ্রজানন্ত্রী শেখ হাসিনা যুক্ত হয়ে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সারাদেশের ন্যায় নওগাঁ সাপাহারে ২য় ধাপে ৬০ টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর এর শুভ উদ্বোধন করেন। রবিবার (২০জুন) সকাল সাড়ে ১০ টার উপজেলা প্রশাসনের আয়োজনে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও বাড়ি হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।এ সময় সাপাহার উপজেলা হালরুমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মিল্টন চন্দ্র রায়,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সাবেক মুক্তিযোন্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী,সদর ইউনিয়ন চেয়ারম্যান আকবর আলী, বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা আবদুল বারী চৌধুরী (বাবু চৌধুরী) সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের অফিসার, সকল চেয়ারম্যান সুধীজন,বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সহ গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উক্ত কর্মসূচীতে উপজেলা প্রথম ধাপে ১২০ গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছিল।
চলমান কার্যক্রমের দ্বিতীয় ধাপে ৬০ টি গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘর একই আদলে নির্মাণ করা হচ্ছে। যেখানে ২ টি শয়ন কক্ষ,১ টি টয়লেট, রান্নাঘর, কমনসেপস ও ১ টি বারান্দা থাকবে। ভিডিও কনফারেন্স বক্তব্যে গণপ্রজানন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যখন এই মানুষগুলো এই ঘরে থাকবে তখন আমার বাবা মার আত্মা শান্তি পাবে।লাখো শহীদের আত্মা শান্তি পাবে। কারণ এসব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য।
ঘর পেয়ে গৃহহীনদের দুঃখ ঘুচবে এবং তাদের মাথা গোঁজার ঠিকানা পাবে তারা।