সাত বসন্তের পূর্বের তুমি
মোঃ তারেকুর রহমান পিয়াস
সাত সাতটি বসন্ত কেটে গেলো,
কৃষ্ণচূড়া,পলাশের গন্ধ বাতাসে মিশে শতশত মাইল দূরে চলে গেলো।
মোড়ের মরীচিকা পড়া ফুটো টিনের দোকানটায় আজ মস্ত বড় নয় তলা দালান।
ধূসর মাটিতে ইটের জলাঞ্জলীতে আলকাতরা মাখানো পিচ ঢালা কালচে রাস্তা।
পুকুরপাড়ের খোলা মাঠটার দখলে নিয়েছে কেরামত চাচার রঙিন ঢেউটিনের বাড়ি।
জগৎ সংসারে সব বদলেছে,
শুধু বদলায়নি সাত বসন্তের পূর্বের তুমি।
বদলায়নি আমার প্রতি তোমার কালশিটের অনুভূতিগুলো।
এই সাতটি বসন্তে আকাশে কতোশতবার রঙধনু খেলেছে,
শুধু খেলে নি তোমার অন্তরের থাকা সেই বোবা পাখিটি।
সাতটি বসন্ত পড়েও তুমি সেই ধ্রুবকের মতো অবিচল,
আর আমি
বসন্তের পর বসন্ত অবিচল ধারার বেঘাত ঘটানোর জন্য পথে পড়া থাকা এক ধারহীনকাটা।