মেহেরপুরে চাঁদাবাজির মামলায় অনলাইন পোটাল মেহেরপুর প্রেসের সম্পাদক , দৈনিক গণকন্ঠ ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমান জনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (৬ জুন) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে মিজানুর রহমান জনি হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত থেকে জনিকে হাত কড়া পরিয়ে জি আর পুলিশের হেফাজতে ও পরে সেখান থেকে পুলিশ ভ্যানে জেল হাজতে নেওয়া হয়। এসময় সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারন করতে গেলে বাঁধা দেয় কোর্ট (জিআরও) পুলিশ।
গত ১৬ এপ্রিল মেহেরপুরের ফতেপুরে ভৈরব নদ ও মারাগাং এর মাটি বিক্রি ও মাটিবিক্রির নেতা মিলন মেম্বারের নেতৃত্বে গ্রামবাসীর বাড়িঘর ভাংচুরের নিউজ ও অনলাইন পোর্টাল মেহেরপুর প্রেসের ফেসবুক পেজ থেকে মাটি বিক্রির লাইভ প্রচার করা হয়। এর পর ১৭ ও ১৮ এপ্রিল বিভিন্ন পত্র প্রত্রিকাতে মাটি বিক্রির সংবাদ প্রকাশিত হয়। এতে দিনমজুর তবিরুল ইসলাম টাবু বাদী হয়ে দঃবিঃ ১৪৩/ ৩২৩/ ৩৮৫/ ৫০৬/ ৩৪ ধারায় মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৯ তাং- মামলার অপর আসামীরা হলেন, মহাসিন, মফিজুর রহমান,ইসরাফিল হোসেন, লালটু, আরিফুল এবং সাইদুর রহমান।
মামলার বাদী তবিরুল ইসলাম টাবু এজাহারে উল্লেখ্য করেছেন আসামীরা এক্সকাভেটর চালক সজীব ও সহকারি আব্দুল কুদ্দুসের নিকট ৩ লক্ষ ৮০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ওই সময় তারা চাঁদা দিতে অস্বীকার করলে চালক ও সহযোগী কে মারধর করে।