স্টাফ রিপোর্টারঃ
ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার বারবার নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বড়ইয়া বিশ্ববিদ্যালয় কলেজের সনামধন্য প্রতিষ্ঠিতা অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান ২৩ এপ্রিল ২০২১ ইং তারিখ সকাল ১১ ঘটিকার সময় চর পালট গুচ্ছ গ্রামের বাসিন্দা, সহিংসতায় পুত্রহারা বাবা মোঃ সোহরাব হোসেনকে রমজানে ইফতার সামগ্রীসহ নিত্য প্রয়োজনী পণ্য উপহার দিলেন।
উল্লেখ থাকে যে, ২০১৪ ইং সনের উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের কদুতলা নামক স্থানে প্রতিপক্ষের হামলায় নিহত হয় উক্ত সোহরাবের পুত্র রিপন, রিপনের বাবা জীবিত থাকতেও রিপন হত্যা মামলার বাদী হয় তাহার চাচাতো দাদা তোফাজ্জেল হোসেন, পরবর্তীতে মামলা নিঃস্পত্বি, দলীয় সহযোগিতা, উপজেলা চেয়ারম্যান কর্তৃক সহযোগিতা ও সরকারী সহযোগিতাসহ সকল সহযোগিতা/সুবিধা রিপনের বাবাকে বঞ্চিত করে মামলার বাদী চাচাতো দাদা তোফাজ্জেল অন্যায় ভাবে ভোগ করেন। এমনকী বিভিন্ন কৌশলে রিপনের বাবা সোহরাবকে এলাকা ত্যাগ করতে বাধ্য করেন মামলার বাদী চাচতো দাদা, সোহরাব প্রায় এক বছর বরিশালের গৌরনদী আত্মগোপনে থাকার পার উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরউজ্জামা’র নিকট এসে পরিচয় দেয়।
সে-ই থেকেই দয়াবান দানশীল চেয়ারম্যান মনিরুজ্জামান পুত্র হারানো পিতাকে আশ্রয়-প্রশ্রয় ও সাহায্য-সহযোগিতা করে আসছেন।
এছাড়াও সাতুরিয়ায় নিজ বাড়িতে থাকা জীবনের ঝুঁকি মনে করে উপজেলা প্রশাসনের কাছে সুপারিশ সাপেক্ষে বড়ইয়া ইউনিয়নের চর পালট গুচ্ছ গ্রামে একখানা সরকারী বসত গৃহের (জমিসহ) ব্যবস্থা করে দেয়। বর্তমানে সোহরাব তার পরিবার নিয়ে সেখানেই বসবাস করছেন।