জীবন ধারার সমীকরণ কেউ বুঝেনি
আমি মাঠে ঘাটে ছুটতে চেয়েছি, খেলতে চেয়েছি,
অবশেষে পাহারাদার বিহীন কারাগারে আটকে পড়েছি, বাহির পথের রাস্তা পাইনি।
আমি মন খুলে গাইতে চেয়েছি
আমার হাতে বই-খাতা-কলম ধরা দিয়েছে
কেউই বুঝেনি!
আমি হাতে সাইন্স ফিকশন নিয়েছি, বুঝেছি
তখন আমার ইচ্ছে গুলো আমার দরজায় কড়া নেড়েছে আমি তাদের সাথে যেতে পারিনি!
আমি আমার ইচ্ছে গুলোকে প্রাধান্য দিতে গেছি,কাঁধে দায়িত্ব চলে এসেছে অনেক, ইচ্ছে গুলো পরিত্যাক্ত হয়ে পড়ে আছে
কেউ বুঝেনি!
আমি মৃদু বাতাসে নিস্তব্ধ রাস্তায় একসুতোয় বাধানো অনেক বেলুন নিয়ে হাটতে চেয়েছি
প্রকৃতি ফিরিয়ে দিয়েছে।
আমি জ্যোৎস্না ভরা আকাশের চাঁদ দেখতে চেয়েছি
সবই হাতছানি দিয়ে চলে গেছে!
আমি আগলে থাকতে চেয়েছি, আগলে রাখতে চেয়েছি
কেউ মূল্য বুঝেনি!
আমি অযথা কদর নয়, মন খারাপের সময় সাহস খুজেছি
কেউ বুঝেনি!
আমি চোখ বন্ধ করে ঘুমিয়েছি ঠিকই, দুঃস্বপ্ন আমাকে কাছে টেনেছে
আমি হতাশ হয়েছি,ঘুরে দাড়িয়েছি
কেউই বুঝেনি!