নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি । ফিরেছেন সাকিব আল হাসান,বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত । ১৫ জনের স্কোয়াডের সঙ্গে স্ট্যান্টবাই হিসেবে রাখা হয়েছে ৪ জনকে।
সাকিব আল হাসান ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেওয়া এবং পরে শ্রীলঙ্কা সফর থেকেও ছুটি নিয়েছিলেন আইপিএল খেলার জন্য। তবে এই ওয়ানডে সিরিজের প্রাথমিক স্কোয়াডে ছিলেন তিনি, আইপিএল থেকে মাঝপথে ফিরে আসার কথা ছিল তার। পরে আইপিএল স্থগিত হয়ে যাওয়াতে গত ৬ মে দেশে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, “ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা ভালো ওয়ানডে সিরিজ খেলেছি। তিন-শূন্যতে জিতেছি। সেই ধারাবাহিকতা রক্ষা করার তাগিদে আমরা খুব বেশি পরিবর্তন আনিনি। মোটামুটি সবাই দলে আছে। আশা করি শ্রীলঙ্কার বিপক্ষেও আমরা ভালো করবো।”
শ্রীলঙ্কা সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচের বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মাহাদি হাসান, শরিফুল ইসলাম
স্ট্যান্ডবাই- নাইম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব ।