বাংলাদেশ আওয়ামী নবীন লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি লুৎফুর রহমান সুইটের নির্দেশনায় শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখা নবীন লীগের উদ্যোগে ইফতার মাহফিল এবং ২০০ অসহায় ও দুস্তদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে নবীন লীগ।
দল মত নির্বিশেষে মানবতার জয় হোক, মানুষের জন্য হোক মানুষ স্লোগানকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী নবীন লীগের গৃহীত মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচীর ২৬ তম দিনের ইফতার বিতরণ কার্যক্রম সম্পূর্ণ করেছে নবীন লীগ।
রবিবার (৯ মে) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা নবীন লীগের সভাপতি মো: ইমরান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম অনিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি ফজলুর রহমান ফজলু
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী নবীন লীগ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক উৎপল সিংহ, দি রয়েল প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান এডঃ ফাহাদ আলম, মৌলভীবাজার জেলা বাংলাদেশ আওয়ামী নবীন লীগের সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম। এছাড়াও নবীন লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।