fbpx
সংবাদ শিরোনাম
মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী যারা রাজাকারের পক্ষে শ্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

শ্যালক রুবেলকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী

                                           
নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
শ্যালক রুবেলকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী

নাটরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফুল হাবীব রুবেলকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

গত (১৫ এপ্রিল) নাটোর নির্বাচন অফিসের সামনে আসন্ন উপজেলা নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলোয়ার হোসেন ওরফে পাশাকে মনোনয়ন পত্র জমাদানে বাধা, হামলা ও অপহরণের অভিযোগে শ্যালক লুৎফুল হাবীব রুবেলকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন পলক।

(১৯ এপ্রিল) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন ওরফে পাশাকে দেখতে যান পলক। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে সেখান থেকেই প্রতিমন্ত্রী তার শ্যালক লুৎফুল হাবীব রুবেলকে ফোনে চেয়ারম্যান পদপ্রার্থী থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস।

উক্ত ঘটনার সঙ্গে জড়িত আটক সুমন আহমেদের ১৬৪ ধারা জবানবন্দীতে সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফুল হাবিব রুবেলের সম্পৃক্ততা পাওয়ায় কারণ দর্শানোর নোটিস দিয়েছে সিংড়া উপজেলা আওয়ামী লীগ। আগামী তিন দিনের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা জানানো হয় ওই নোটিসে।

সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী কোনো এমপি, মন্ত্রীর আত্মীয়-স্বজন নির্বাচন করতে পারবেন না। সে নির্দেশনার আলোকে প্রতিমন্ত্রী তার শ্যালক লুৎফুল হাবিব রুবেলকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন।

জান্নাতুল ফেরদৌস আরো বলেন, শনিবার (২০ এপ্রিল) উপজেলা আওয়ামী লীগের জরুরি সভা ডাকা হয়েছে। লুৎফুল হাবিব রুবেলের পক্ষে উপজেলা আওয়ামী লীগের কেউ কাজ করবে না মর্মে এমন সিদ্ধান্ত তাকে জানিয়ে দেয়া হবে।

এছাড়াও ঘটনার সঙ্গে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিক লীগের যারা জড়িত রয়েছে তাদেরকেও স্ব স্ব সংগঠন কারণ দর্শানোর নোটিশ দেবে।

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি দেলোয়ার হোসেন ওরফে পাশার সার্বিক খোজ খবর শেষে প্রতিমন্ত্রী গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ঘটনার সঙ্গে আমার শ্যালকসহ যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও গ্রেফতার করতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়াও দলের শৃঙ্খলা ভঙ্গ করায় দল থেকেও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।

আসন্ন সিংড়া উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে জেলা নির্বাচন অফিস ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে প্রতিমন্ত্রী পলকের শ্যালক ও চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীব রুবেলের সমর্থকরা তার একমাত্র প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন ওরফে পাশাকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে মারপিট করে বাড়িতে পৌঁছে দেয় তারা। পরিবারের সহায়তায় দেলোয়ার হোসেনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন