শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের টানা ২ দুইবারের চেয়ারম্যান ভানু লাল রায়।
তিনি ঢাকা থেকে শ্রীমঙ্গলে আসার পথে নোয়াপাড়া এলাকার আল আমিন রেষ্টুরেন্টে থেকে সদর ইউনিয়ন পর্যন্ত ফুল দিয়ে শুভেচ্ছা জানান শুভাকাঙ্ক্ষীরা।
দলীয় নেতা-কর্মীরা বলেন, গত ২১ মে উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব মারা যান। এ কারণে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, আগামী ৭ অক্টোবর এই পদে ভোট গ্রহণ হবে। দলীয় মনোনয়নের জন্য ১০ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় ফরম সংগ্রহ করে ঢাকায় জমা দেন। তাঁদের মধ্য থেকে ভানু লাল রায়কে কেন্দ্র বেছে নেয়।