গবি প্রতিনিধিঃ তীব্র শীতে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীরা।
বিগত দুই সপ্তাহ যাবত রাতের আঁধারে সাভার, নবীনগর, বাইপাইল, বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের বাড়িতে গিয়ে বাসস্থানহীন অসহায় শীতার্তদের রাস্তায় রাস্তায় বা টার্মিনাল থেকে খুঁজে শীতবস্ত্র দান করেছেন তারা।
এ বিষয়ে অনুষদের শিক্ষার্থী মোঃ সাইফুর রহমান রানা বলেন, ‘আল্লাহকে সন্তুষ্ট করাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। আগামীতেও এভাবে অসহায়দের সহায়তায় সকলে একযোগে এগিয়ে আসবো ইনশাআল্লাহ।’
ক্ষুদ্র পরিসরে হলেও শীতার্তদের জন্য সহায়তার হাত বাড়াতে পেরে খুশি অনুষদের শিক্ষার্থীরা। তারা জানান, বিত্তবানরা এগিয়ে আসলে তাদের কষ্ট লাঘব সহজ হয়। সকলের প্রচেষ্টায় আগামীতেও শীতার্তদের পাশে থাকবে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা।
উল্লেখ্য, সাভারের অদূরে গণ বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সালের মে মাসে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের যাত্রা শুরু হয়। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন ফ্রি ভেটেরিনারি ক্যাম্পসহ স্বেচ্ছাসেবক মূলক কার্যক্রমে অংশ নিয়ে আসছে। এবারই প্রথম সমাজের সুবিধা বঞ্চিত অসহায়দের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ নিয়েছে তারা।