চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার স্থগিত হওয়া ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে আজ শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। ওয়ার্ডের দু’টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয় । এই ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ৩ হাজার ৫১০ জন।
শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহাবুবুল কবির জানান, নির্বাচন শান্তিপুর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা কাজ করছেন।
নির্বাচনে কাউন্সিলর পদে ৩জন যথাক্রমে খাইরুল ইসলাম জেম, গোলাম আজম ও সফিকুল ইসলাম পাসবান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ করা যেতে পারে, গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের আগে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুস সালাম মারা গেলে ওয়ার্ডের নির্বাচন স্থগিত করা হয়।
শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মর্দানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলছে । এখন পর্যন্ত ৫১ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ওসি ফরিদ হোসেন জানান, সকাল থেকে ভোট সুষ্ঠু ভাবে সম্পন্ন হচ্ছে। নিরাপত্তায় পুলিশ মোতায়েন আছে।