চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান মেবিনের সভাপতিত্বে প্রধান অতিথির দেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় তিনি হাসপাতালের সীমানা প্রাচীর সংলগ্ন অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদসহ হাসপাতালের উন্নয়নে ১২টি সুপারিশ করেন। এই সুপারিশগুলো জরুরী ভিত্তিতে বাস্তবায়নের তাগিদ দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগমসহ অন্যরা।