চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় নেসকোর বিরুদ্ধে গ্রাহকের নানান অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত কয়েক দফা লোডশেডিংয়ের কারণে চৈত্রের দাবাদাহে পৌর এলাকার নেসকোর গ্রাহকেরা পড়েছে চরম বিপাকে। গ্রাহকরা বলছেন- চৈত্রের দাবাদাহের কারণে অফিস-আদালত, দোকানপাট ও বাড়িঘরে বিদ্যুত না থাকায় নাকালের শেষ নেই। তারা আরও অভিযোগ করে বলেন, লোডশেডিংয়ের বিষয়ে নেসকোর অফিসে যোগাযোগ করা হলে সঠিক তথ্য পাওয়া যায় না। এমনকি নেসকো অফিস গ্রাহকের ফোন রিসিভ করেন না।
এছাড়াও কোন কোন সময় লোডশেডিংয়ের বিষয়ে জানতে চাইলে ভূয়া তথ্য দিয়ে গ্রাহককের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। অপরদিকে রসুলপুর, ইসরাইল মোড়, কারবালা মোড় ও একাডেমি মোড়ের গ্রাহকেরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আবাসিক প্রকৌশলী একই কর্মস্থলে অবস্থান করায় গ্রাহকদের অভিযোগের কোন তোয়াক্কা করেন না। সর্বশেষ লোডশেডিংয়ের বিষয়ে জানতে চাইলে নেসকো অফিস বলেন, এখন ঢাকা থেকে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। কখন নাগাত বিদ্যুত আসবে, তা জানাতে পারেনি।
এ বিষয়ে নেসকোর আবাসিক প্রকৌশলী আজমল হকের সঙ্গে মুঠোফোনে একাধিকার চেষ্টা করেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য মেলেনি।