তুমি শক্তি দাও বিধাতা, অদম্যকে দমন করার
দুঃসাধ্য পথে আজ ক্লান্ত জনজীবন
অক্লান্ত পরিশ্রমের ফল আজ উপযোগিতায় শুণ্য।
তুমি শক্তি দাও বিধাতা, অভেদ্যকে ভেদ করার,
উঁচু পাহাড় আজ ঢলে পড়েছে তার পাপের বোঝায়,
বৃক্ষ লাভ করিতেছে ফলহীন জীবন,
পক্ষিপাল হচ্ছে ঘর ছাড়া নেমেছে পথপ্রান্তে।
তুমি শক্তি দাও বিধাতা, পৈশাচিক পতঙ্গকে নিপাক করার,
যারা হরণ করছে নবীনত্ব নিঃস্ব জীবনের অণ্যপ্রাসন,
গড়ছে আকাশচুম্বি অট্টালিকা নিস্পৃহত মানুষের উপর।
তুমি বিনাশ করার শক্তি দাও বিধাতা, ওই মানুষ রুপি দানব,
যারা মিথ্যে মনুষ্যত্ব দেখিয়ে করছে মনুষ্য গ্রাস।
তুমি আবার জাগ্রত কর নাহয় ফিরিয়ে দাও বিধাতা,
অমরত্বধারী নিস্পৃহত মানুষের প্রাণ
সেই দিনের নূরলদীন,তিতুমীর, শরিয়তুল্লাহ জৈনিক মনুষ্যত্বের প্রাণ।
তুমি জাগ্রত কর একালের শ্রেষ্ঠনেতা সোহরাওয়ার্দী, শেখ মুজিব, ভাসানী,
যারা নিষ্ক্রিয় মানুষের চোঁখে ক্ষমতা দেখেছে,ক্ষমতার চোঁখে মানুষ দেখেনি।