নিউজ ডেস্কঃ
দেশে করোনা ভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় চলমান কঠোর বিধিনিষেধ ঈদের পর আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে। এই বিষয়ে আগামী ১৬ মে জানিয়ে দেয়া হবে।
মঙ্গলবার (১১ মে) গণমাধম্যের সাথে আলাপকালে এ কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটি রোধ করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। সেজন্য চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা আমাদের আছে। বিষয়টি আগামী ১৬ মে সংবাদ সম্মেলন করে জানিয়ে দেয়া হবে।
ফরহাদ হোসেন আরও বলেন, করোনা সংক্রমণ রোধে আমাদের সবাইকে মাস্ক পরিধান করতে হবে। মাস্ক পড়লে সংক্রমণ কমবে। এটি খুবই জরুরি।
প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে ঢিলেঢালা লকডাউন শুরু হয়। এর পর ১৪ এপ্রিল থেলে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। ঈদকে সামনে রেখে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। চলমান লকডাউনের মেয়াদ আগামী ১৬ মে শেষ হবে।