স্টাফ রিপোর্টারঃ
প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রাজাপুর প্রেসক্লাব চত্বরে রোজিনার মুক্তির দাবিতে মানববন্ধন হয়।
রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক ক্লাব, রিপোর্টার্স ইউনিটি,
রক্তের বন্ধন, ধানসিঁড়ি, পাঞ্জেরী, ধ্রুবতারাসহ বিভিন্ন সংগঠন ও নানা ধরনের শ্রেনী পেশার মানুষ ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশগ্রহন করেন। মানববন্ধনে অংশগ্রহনকারীরা রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তিসহ ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
অবিলম্বে রোজিনা ইসলাম-কে মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ক্লাবের সভাপতি আব্দুর রহিম রেজা,
রাজাপুর প্রেসক্লাব সভাপতি মোঃ মনিরউজ্জামান খান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মাঈনুল হক লিপু, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের আহবায়ক রুহিদাস।
এছাড়াও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ নেয়ামুল আহসান হিরন, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হোসেন খান, সহ-সাধারণ সম্পাদক আবু সায়েম আকন, সাবেক সভাপতি মোঃ আহসান হাবিব সোহাগসহ স্থানীয় অনেক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।