নিজস্ব প্রতিবেদকঃ রােটারি ক্লাব অব চিটাগাং রেইনবো এর বাের্ড মিটিং এবং ২০২১-২২ রােটাবর্ষের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
সম্প্রতি এক ভার্চুয়াল সভায় রােটারি ক্লাব অব চিটাগাং রেইনবো এর বাের্ড মিটিং এবং ২০২১-২২ রােটাবর্ষের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন ২০২০-২১ রোটাবর্ষের প্রেসিডেন্ট রোটারিয়ান মির্জা সোহেল।
সভায় রোটারিয়ান প্রবীর চন্দ্র সাহা কে সভাপতি ও রোটারিয়ান তাসনুভা হায়দার নোভা কে সচিব করে নতুন কমিটি গঠন করা হয়।
কমিটিতে আইপিপি মির্জা সোহেল, প্রেসিডেন্ট ইলেক্ট মোহাম্মদ সেলিম উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট আলী মাহবুব, যুগ্ম সচিব মাে. নুরুল আনোয়ার, কোষাধ্যক্ষ ইফতেখার উদ্দিন খান, যুন্ম কোষাধ্যক্ষ লুৎফা বেগম চৌধুরি বেবি,
ডিরেক্টর ক্লাব সার্ভিস খায়ের আহমেদ, ডিরেক্টর ভােকেশনাল সার্ভিস মমতাজ বেগম, ডিরেক্টর কমিউনিটি সার্ভিস এডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, ডিরেক্টর ইয়থ সার্ভিস শারমিন জাহান রিখি, ডিরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস এস কে অহিদুল ইসলাম, বুলেটিন এডিটর খায়ের আহমেদ, সার্জেন্ট এট আর্মস রোকেয়া সুলতানা, ক্লাব ট্রেইনার সিপি জাহেদা আক্তার মিতা কে দায়িত্ব দেওয়া হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন রোটারি ক্লাব অব চিটাগং মেট্রোপলিটন এর পিপি অ্যাসিস্ট্যান্ট গভর্নর জনাব কফিল উদ্দিন রিপন।
সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সিপি ক্লাব ট্রেইনার জাহেদা আক্তার মিতা, আইপিপি জনাব মীর্জা সোহেল, সেক্রেটারি তাসনুভা হায়দার, ভাইস প্রেসিডেন্ট আলী মাহবুব, রোটারিয়ান রোকেয়া সুলতানা, পিপি এসিস্ট্যান্ট গভর্নর আব্দুল মামুন বাহার, রোটারিয়ান ইফতেখার উদ্দিন প্রমুখ।
বর্তমান করোনাকালীন পরিস্থিতি মােকাবিলা করে আরও গতিশীল কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযােগিতা চেয়ে ২০২১-২০১২ রােটাবর্ষের কার্যকরী কমিটিকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট প্রবীর চদ্র সাহা।