নরসিংদীর রায়পুরায় দুই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মে) বাদ মাগরিব নরসিংদীর রায়পুরায় রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সপ্তমবারের সংসদ সদস্য ও সাবেক সফল মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, রায়পুরার মাটিতে খুনি, মাদক ব্যবসায়ী, সন্ত্রাস, চাঁদাবাজ, অস্ত্রধারীদের কোনো স্থান নেই। এদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
তাছাড়া এই মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, নিহত সুমনের পিতা চরসুবুদ্ধি ইউপি চেয়ারম্যান হাজি নাছির উদ্দিন, আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান এ কে এম ফজলুল করিম ফারুক,অলিপুরা ইউপি চেয়ারম্যান আল-আমিন ভুইয়া (মাসুদ) শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল,পৌর ছাত্রলীগ সভাপতি রাতুল চৌধুরী,বঙ্গবন্ধু ছাত্র পরিষদ উপজেলা শাখার সভাপতি ইমরান জনি,সাধারণ সম্পাদক নুরুজ্জামান রাসেল প্রমুখ।
এর আগে বুধবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দী গ্রামে দুই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন মিয়া নিহত হন।