নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিশ্ববদ্যালয়ের উপাচার্য পদ শূন্য হওয়ায় উপাচার্যের রুটিন দায়িত্ব পেছেয়েন সদ্য নিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম। রবিবার (১৮ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক আদেশে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
আদেশে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্যের নিয়োগ না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিশ্ববদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদান করা হলো।
উল্লেখ্য, গত ৬ মে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেয়াদে থাকা উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের মেয়াদ শেষ হয়। পরে রুটিন উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। গত ১৬ জুলাই তার উপ উপাচার্যের মেয়াদ পূর্ণ হলে উপাচার্য পদটি শূন্য হয়।