নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ঘ’ ইউনিটের আজ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগীয় কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় শুরু হয়ে সাড়ে ১২ টায় শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে জানা যায়, ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ১২ হাজার ৬ জন।
এর মধ্যে উপস্থিত ছিলেন ৮ হাজার ২০৬ জন শিক্ষার্থী। সে অনুযায়ী উপস্থিতি ৬৮ দশমিক ৫৪ শতাংশ এবং অনুপস্থিতি ৩১ দশমিক ৪৬ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের ৮টি একাডেমিক ভবনে পরীক্ষা অনুুষ্ঠিত হয়েছে।