নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে (রাবিসাস) একটি স্মার্ট টেলিভিশন উপহার দিয়েছে চিলিস পরিবার। আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের উপস্থিতিতে রাবিসাস নেতৃবৃন্দের কাছে টিভিটি হস্তান্তর করা হয়।
টেলিভিশন হস্তান্তরের পর মাসুদুর রহমান রিংকু বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চেম্বার অব কমার্স যৌথভাবে কাজ করবে। শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণামূলক কাজে আমরা যুক্ত হতে চাই। মুক্তিযুদ্ধের পক্ষের একটি সাংবাদিক সংগঠনকে কিছু উপহার দিতে পেরে আমরাও আনন্দিত।
উপহার গ্রহণের পর রাবিসাসের সভাপতি শাহীন আলম চিলিস পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, চিলিসের পক্ষ থেকে উপহার পেয়ে আমরা উচ্ছ্বসিত। আমরা চিলিস পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো.জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী, জনসংযোগ দফতরের প্রশাসক আজিজুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি ও চিলিসের সত্বাধিকারী মাসুদুর রহমান রিংকু, সাংবাদিক সমিতির শাহীন আলম, সহ-সভাপতি তাপস কুমার সরকার, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, যুগ্ম সম্পাদক নূর আলম, কোষাধ্যক্ষ তৌসিফ কাইয়ুম প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৬৯ সালে যাত্রা শুরু করে রাবিসাস। মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতাকে ধারণ করে কার্যক্রম পরিচালনা করছে রাবিসাস।