fbpx
সংবাদ শিরোনাম
মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী যারা রাজাকারের পক্ষে শ্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে কর্মজীবী মানুষের পাশে ‘ফুড ফর রাইডার্স’

                                           
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২

করোনা মহামারীর সময়টা দেশের কর্মজীবী সাধারণ মানুষের জন্য ছিলো ভয়াবহ একটি অভিজ্ঞতা। জীবনের তাগিদে করোনার সময়ও চালাতে হয়েছে রিক্সা, কুরিয়ারের ডেলিভারির কাজ করেছেন, অনেকে জীবিকার তাগিদে তার স্বাভাবিক পেশা থেকে দূরে সরে এসেও এ কাজগুলো করেছেন।

মানুষ মানুষের জন্য। আসলেই কী তাই? বর্তমানে অন্যের জন্য স্বার্থহীনভাবে কাজ করে যায় এমন মানুষ পাওয়া যায় ক’জন? কিন্তু না, ব্যতিক্রম কিন্তু আছে। এমন একজনেরই দেখা মিললো রাজশাহীতে।

ছিমছাম এক যুবক। ইমতিয়াজ দীপন। রাজশাহীর সিএন্ডবি এলাকায় সার্কিট হাউজের সামনে বসেছেন। ভালো ভালো খাবার দাবার সুন্দরভাবে গুছিয়ে রাখা। উদ্দেশ্য; এক বেলা তৃপ্তি সহকারে খাওয়াবেন। খাবার দাবারের আয়োজন উন্মুক্ত। সবার জন্য নয়। খেটে খাওয়া কর্মজীবী মানুষগুলোর জন্য। ইভেন্টটির নাম দিয়েছেন ‘ফুড ফর রাইডার্স’।

এসম্পর্কে ফুড ফর রাইডার্স নিয়ে জানতে চাইলে ইভেন্টটির কো ফাউন্ডার নাইমুল ইসলাম সাকিব বলেন, ‘করোনা মহামারিতে আমরা সকলে যখন ঘরবন্দী ছিলাম, সেই সময়টায় আমাদের অনেক বেশি সাহায্য করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। যাদের মধ্যে অনেকে ছিলেন খাবার ডেলিভারি বয়, রিক্সা রাইডার, অটো রাইডার, কুরিয়ার ডেলিভারি ম্যান। তাদের কাজের প্রতি কৃতজ্ঞতা বোধ থেকেই মূলত আমাদের এই আয়োজন।’

নাইমুল আরও জানালেন, ‘ফুড ফর রাইডার্স’ ইভেন্টটিতে কর্মজীবী মানুষেরা মাত্র ১৫ টাকায় মানসম্মত খাবার খেতে পারবেন। প্রতিদিন দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত সিএন্ডবির মোড়ে সার্কিট হাউজের সামনে পাওয়া যাবে তাদের। এই ইভেন্টটি যেকোন কর্মজীবী মানুষের জন্য উন্মুক্ত থাকবে।

এদিকে এই ইভেন্টটি অভূতপূর্ব সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়াতে। অনেকেই নাইমুলের মহৎ উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন, পাশেও দাঁড়াতে চাইছেন অনেকেই।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন