বাংলাদেশ আওয়ামী নবীন লীগের গৃহীত মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির ২০ তম দিনে ঢাকা মহানগরের (দক্ষিণ) কেরানীগঞ্জে সংক্ষিপ্ত আলোচনা ও ইফতার বিতরণ করেছে কেরানীগঞ্জ থানা নবীন লীগ।
সোমবার (৩ মে) বিকেলে কেরানীগঞ্জ এলাকার নিউ লাইফ হাসপাতালের সামনে এ ইফতার বিতরণী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আওয়ামী নবীন লীগের সভাপতি লুৎফুর রহমান সুইটের উদ্যোগে ও কেরানীগঞ্জ নবীন লীগের সহযোগিতায় ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দায়রা জজ ঢাকা জনাব আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী নবীন লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক মোঃ রহুল কুদ্দুস শাহিন, সহ- সভাপতি মোঃ আরুক মুন্সি, নবীন লীগ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শিপুল মোল্লা।
এছাড়াও কেরানীগঞ্জ থানা নবীন লীগের সভাপতি মোঃ নাজিরুল বাসার (নাজির) ও সাধারণ সম্পাদক মোঃ মানিক সওদাগর, মোঃ মোতালেব হোসেন, মোঃ মোহাম্মদ হোসেন, মোঃ মামুন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে হতদরিদ্র, পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।