স্টাফ রিপোর্টারঃ রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টি এবং শুঁটকিপট্টি এলাকায় অভিযান চালিয়ে মাদকসংশ্লিষ্টতার অভিযোগে ২৫ জনকে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতে র্যাব-২-এই অভিযান পরিচালনা করে।
র্যাব-২-এর পরিচালক -কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, আটক ব্যক্তিরা কেউ খুচরা মাদক কারবারি, আবার কেউ মাদকসেবী। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন। প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
তিনি বলেন, স্থানীয় লোকদের কাছে এ বিষয়ে জিঙ্গাসা করলে তারা বলে প্রায় সময়ই এখানে হাটা চলার মাঝে মাদক কারবারী করতে দেখা যায়।
শুধু এই এলাকায়ই নয়, ঢাকার বিভিন্ন অলিগলিতে খুচরা মাদক কারবারি ও মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়েছে। চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় নজরদারি করা হচ্ছে। খুচরা মাদক কারবারিদের যারা আশ্রয়-প্রশ্রয় দেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।