fbpx
সংবাদ শিরোনাম
মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও পুলিশ সুপারসহ ১৯ জনের নামে হত‍্যা মামলা মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী

‘রত্নগর্ভা’ সম্মাননা পেলেন জাককানইবি উপাচার্যের মা

                                           
আহসান হাবীব রিয়াদ
প্রকাশ : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১

ময়মনসিংহ বিভাগে মা-মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান ২০১৯-২০ এর ‘সফল জননী’ (রত্নগর্ভা) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এর মা,বেগম রোজিয়া রহমান।

'রত্নগর্ভা' সম্মাননা পেলেন জাককানইবি উপাচার্যের মা

উপাচার্যের বাবা মারা যাওয়ার পর অবর্ণনীয় কষ্টে জীবন চলে ভিসির মায়ের।এই অবস্থাতেও তিনি জীবন এর নানা ঘাত প্রতিঘাত পার করেও উনার সন্তানদের উচ্চশিক্ষিত করেন।আর এইজন্য তিনি এই সফল জননী ক্যাটাগরিতে সম্মাননা পান।

সফল জননী সম্মাননা হিসেবে তাকে ফুলেল শুভেচ্ছা, উত্তেরীয় প্রদান,সনদপত্র এবং ক্রেস্ট প্রদান করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ২০১৩ সাল থেকে সারা বাংলাদেশ ব্যাপী ৮ টি বিভাগে শ্রেষ্ঠ জয়িতা অ্যওয়ার্ড এর কার্যক্রম শুরু করে। যে সমস্ত নারীরা তাদের কর্ম দক্ষতা এবং জীবন সংগ্রামের মাধ্যমে সফলতা অর্জন করে এবং নিজে স্বাবলম্বী হয়ে অন্য নারীদেরক ও স্বাবলম্বী হতে উদ্বুদ্ধ করে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান ২০১৯-২০২০ এর প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন ফজিলাতুন নেসা ইন্দিরা,এমপি (মহিলা প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়), এছাড়া বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন কাজী রওশন আক্তার,সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

এছাড়াও ময়মনসিংহ জেলার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন সামাজিক অঙ্গসংগঠন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন