নিজস্ব প্রতিবেদকঃ করোনার এই মহামারিতে কিছু অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে যবিপ্রবির ইংরেজী বিভাগের শিক্ষার্থী দ্বারা গঠিত সামাজিক সংগঠন ছিন্নমুল।
শুক্রবার (১৬জুলাই) আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোর শহরের দড়াটানায় ২৫ জন অসহায় ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন সংগঠনটি।
সংগঠনটি ২০১৯ সালের ২৬ শে মার্চ প্রতিষ্ঠিত হয়। এই সংগঠন বিভিন্ন সময় গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে।”ছিন্নমূল” মূলত সমাজের মৌলিক অধিকার থেকে বঞ্চিত শিশু,নারীদের খাদ্য-শিক্ষা-বস্ত্র নিয়ে কাজ করার লক্ষ্যে প্রতিষ্ঠিত। এখন পর্যন্ত যশোর শহরের বিভিন্ন প্রান্তে কখনো ছিন্নমূল শিশুদের মাঝে খাদ্য,ঈদ বস্ত্র এবং বস্তীর শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে।পাশাপাশি অসহায় নারীদের একাধিকবার শীতের কম্বল বিতরণে এগিয়ে এসেছে।ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের এই সংগঠনটি অন্যান্য বিভাগের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা এ সংগঠনটির।