যবিপ্রবি প্রতিনিধিঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ সাইবুর রহমান মোল্যা। আজ মঙ্গলবার (১৩ জুলাই) থেকে পরবর্তী দুইবছর তিনি উক্ত অনুষদের ডীন হিসেবে দায়িত্ব পালন করবেন।
সোমবার (১২ জুলাই) যবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
উলেখ্য, এর আগে অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন হিসেবে দায়িত্ব পালন করেন।তার মেয়াদ শেষ হওয়ায় তার স্থানে ড. মোঃ সাইবুর রহমান মোল্যাকে নিয়োগ দেওয়া হয়েছে।