মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার সাবিয়া থেকে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।জানা গেছে গত রবিবার (১০অক্টোবর) আনুমানিক বিকাল ৩ঃ২৫ ঘঠিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর পরিচালনায় সঙ্গীয় অফিসার সহ এক দল গোয়েন্দা পুলিশ। মৌলভীবাজার জেলার সদর থানাধীন চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া সাকিনস্থ ধৃত আসামী জসিম মিয়ার বাড়ির গেইটের সামনে থেকে গাঁজা কারবারি জসিম মিয়া কে আটক করে।
জেলার সদর চাঁদনীঘাট ইউনিয়নের,সাবিয়া গ্রামের মৃত আব্দুল মোতালিব এর ছেলে জসিম মিয়া (৩০) নামক এক যুবক কে এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি YAHAMA FZ-2 মোটর সাইকেল(বাইক)সহ।আটক কৃত মাদক ব্যাবসায়ী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিরোধে আইনে মামলার প্রস্তুতি চলছে।এ ব্যাপারে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান সত্যতা নিশ্চিত করেন।