মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃমৌলভীবাজারের সাতগাঁওয়ে ১০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।গত শনিবার ২১আগষ্ট আনুমানিক রাত ১১.৪৫ ঘঠিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর পরিচালনায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১০কেজি গাঁজাসহ সুন্দর আলী(২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
জানা গেছে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁওস্থ এলাকা থেতে মাদক ব্যবসায়ী সুন্দর আলী কে আটক করে।সুন্দর আলী জেলার শ্রীমঙ্গল উপজেলার,সাতগাঁও এর মৃত খুরশেদ আলীর ছেলে সুন্দর আলী।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, আটককৃত মাদক ব্যাবসায়ী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিরোধ আইনে মামলা প্রক্রিয়াধীন।