মোস্তাফিজুর রহমানকে ভিত্তি মূল্য ২ কোটি রুপিতে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।পেসারদের ব্যাচে আজ সন্ধ্যায় নিলামে তোলা হয় মুস্তাফিজকে। তার সঙ্গে ছিলেন দীপক চাহার, লকি ফার্গুসন, জশ হেইজেলউড, প্রসিধ কৃষ্ণ, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, শার্দুল ঠাকুর, মার্ক উড, উমেশ যাদব। এর মধ্যে কেবল উমেশই কোনো দল পাননি।
ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে প্রথম হাঁকটা ছিল দিল্লি ক্যাপিটালস । এরপরে আর কোনো দল কাঁটার মাষ্টার দ্যা ফিজ কে নিয়ে কেউ আগ্রহ না দেখালে, দিল্লি ক্যাপিটালস ঘরে চলে যায়।
মুস্তাফিজুর রহমান ২০১৬ সাল থেকে আইপিএল যাত্রা শুরু করে সান রাইজার্স হায়দরাবাদ হয়ে । সে বছরেই আইপিএলে বাজিমাত করে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সেরা উদিয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন । পরের মৌসুমে হায়দরাবাদই ছিলেন তিনি । ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলেন । এর পরের দুই মৌসুমে চোটের কারণে খেলতে পারেননি । ২০২১ সালে আইপিএলে ফিরেন,গায়ে চড়ান রাজস্থান রয়্যালসের জার্সি । ১৪ ম্যাচে নেন ১৪ উইকেট ।