বাগেরহাট প্রতিনিধিঃ দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলাতে করোনাকালীন সময়ে ও কঠোর স্বাস্হ্যবিধি প্রতিপালনের মধ্য দিয়ে বন্দরেয কার্যক্রম সচল রেখে বিগত ৭০ বছরের জাহাজ আগমনে রেকর্ড গড়েছে ।
রবিবার মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মাদ মুসা সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান ।
একই সাথে তিনি আরো জানান মোংলা বন্দর এবছর রেকর্ড
পরিমান জাহাজ ৯৭০টি আগমনের সাথে আয়ের নতুন রেকর্ড
গড়েছে । ২০২০-২০২১ অর্থ বছরে ৩৪০ কোটি টাকা আয় করেছে
এবং নীট লাভ করেছে ১শ ৩০ কোটি টাকা । চলতি অর্থ বছরে আয়ের
লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩শ ৬০ কোটি টাকা ও নীট লাভ ১শ৫০ কোটি
টাকা ।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান চলমান নয়টি প্রকল্পের কাজ
নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে ব্যাবসায়ীদের সর্বোচ্চ
সুযোগ সুবিধা দিতে চায় মোংলা বন্দর কর্তৃপক্ষ ।