মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলার সার ও বীজ মনিটরিং কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সার ও বীজ মনিটরিং কমিটির সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপনকুমার খান, মেহেরপুর জেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান, সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ।